হোম > সারা দেশ > কক্সবাজার

চট্টগ্রামে টাকা ও চেক নিয়ে দোকান কর্মচারী লাপাত্তা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে দোকানমালিকের নগদ ১০ লাখ টাকা ও ব্যাংকের দুটি চেক নিয়ে পালানোর ঘটনায় ওই দোকানের এক কর্মচারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বাসিন্দা এমরানুল হক (২৪) এবং কক্সবাজার চকরিয়া উপজেলার বাসিন্দা মোক্তার আহমদ ওরফে রানা বৈদ্য (৪৭)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন টেরিবাজারের একটি দোকানের কর্মচারী এমরানুল হক দোকানের মালামাল লেনদেন বাবদ নগদ ৯ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা ও ১ লাখ ৬২ হাজার টাকার দুটি চেক ব্যাংকে জমাদানের উদ্দেশে বেরিয়ে লাপাত্তা হন।’

এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় এমরানুলকে আসামি করে একটি মামলা করেন দোকানমালিক। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকা ও চেক দুটি উদ্ধার করা হয়।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে