হোম > সারা দেশ > কক্সবাজার

উল্টো পথে এসে ডিসির গাড়িতে ধাক্কা খেল মোটরসাইকেল, প্রাণ গেল শিশুর

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে জেলা প্রশাসকের (ডিসি) গাড়ির সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়া মোটরসাইকেলের চাপায় এক পথচারী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্ম্যারঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত শিশুর নাম মোহাম্মদ তানজিম (২)। সে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদেরপাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে। আহত শিশুর মা রুবিনা আক্তার (৩২)।

কক্সবাজারোর জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সকালে তিনি প্রশাসনিক কাজে গাড়িতে উখিয়া উপজেলায় যাচ্ছিলেন। তাঁদের বহনকারী গাড়িটি রামু পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে পথচারী মা ও সন্তানের গায়ের ওপর ছিটকে পড়ে। এতে মা ও শিশুটি আহত হন। 

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

জেলা প্রশাসক বলেন, ‘দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আমাদের বহনকারি গাড়িটির ডান পাশে ছিল। কিন্তু মোটরসাইকেলটি আচমকা বেপরোয়া গতিতে বামে এসে আমাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে অপ্রীতিকর এ ঘটনা ঘটেছে।’ এ ঘটনায় আহত ও নিহতের পরিবারের চিকিৎসাসহ সার্বিক সহায়তায় প্রশাসন পাশে থাকবেন বলে জানান তিনি।  

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়। তার মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন চৌধুরী আজকের পত্রিকা বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেল আরোহী আবদুল করিম (৩৫) টেকনাফের হ্নীলার বাসিন্দা। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে