হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে নারী পুলিশ সদস্যকে উত্ত্যক্ত, আটকের চেষ্টাকালে হাতাহাতি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের কুতুপালং ট্রানজিট কেন্দ্র। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নারী সদস্যকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটকের চেষ্টা করলে রোহিঙ্গা যুবকদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি হয়।

গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার কুতুপালং ট্রানজিট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গতকাল রাতে কুতুপালং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে এপিবিএন সদস্যরা অভ্যন্তরীণ ব্রিফিং শেষে ফিরছিলেন। পথে ট্রানজিট ক্যাম্পে কয়েকজন রোহিঙ্গা যুবক এক নারী পুলিশ সদস্যকে পেছন দিক থেকে বোরকা ধরে টান দেন ও উত্ত্যক্ত করতে থাকেন। এ সময় ওই নারী পুলিশ সদস্যের পেছনে থাকা তাঁর স্বামী পুলিশ সদস্য শাকিল আহমেদসহ কয়েকজন সহকর্মী প্রতিবাদ করলে তাঁদেরও গালিগালাজ করেন রোহিঙ্গা যুবকেরা।

ওসি আরও বলেন, একপর্যায়ে যুবকদের জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিলে তাঁদের পরিবারের সদস্যসহ ট্রানজিট ক্যাম্পের অন্য রোহিঙ্গারা উত্তেজিত হয়ে পুলিশ বক্সের দিকে ইটপাটকেল ছুড়ে মারেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উত্তেজিত রোহিঙ্গাদের শান্ত করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১