হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ট্রলারডুবির ঘটনায় আরও ১ শিশুর মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার মনখালীর উপকূল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তিন নারী ও এক শিশুসহ মোট চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির আনুমানিক বয়স ৪ বছর। ধারণা করা হচ্ছে, কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনায় শিশুটি নিখোঁজ হয়েছিল। অন্যদিকে, গতকাল উদ্ধার হওয়া তিন নারীর মরদেহ শনাক্ত করা হয়েছে। তাঁদের দাফনকাজের জন্য রোহিঙ্গা পরিবারকে সহায়তা করা হচ্ছে।

জানা গেছে, গতকাল ভোরে রোহিঙ্গাদের নিয়ে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকায় তাঁদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে সব যাত্রী সাগরে ভাসতে থাকে। এ সময় তাঁরা মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও পাননি। পরে জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও পানির জারের সহায়তায় প্রথমে ৩৩ জন সাঁতরে কূলের দিকে আসতে থাকেন। কোস্টগার্ডের সদস্যরা দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে মোট ৪৫ জনকে উদ্ধার করেন। ওই সময় তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। 

উদ্ধারকৃতদের মধ্যে আট নারী, ৪১ রোহিঙ্গা ও চার বাংলাদেশি দালাল রয়েছেন। তাঁদের মধ্যে ৪১ জন মালয়েশিয়াগামী নারী-পুরুষকে উদ্ধার করা হলেও পরিবারে খবর পৌঁছাতে না পারায় হস্তান্তর করা যায়নি। আজ বুধবার তাঁদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

আরও পড়ুন:

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা