হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১১ ঘণ্টা পর আরিফুল ইসলাম নিশু (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এর আগে রোববার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে চকরিয়া পৌরশহরের মৌলভীরকুম বাজারে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে চাঁদের গাড়ির ধাক্কায় আহত হয়।

আরিফুল ইসলাম নিশু ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া গ্রামের নাজেম উদ্দিনের ছেলে। সে ওই ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী দিত। 

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বলেন, ‘মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল নিশু। এ সময় মগবাজার-মৌলভীরকুম সড়ক দিয়ে মহাসড়কে ওঠার সময় দ্রুত গতির একটি চাঁদের গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তাকে চকরিয়া প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা মারা যায়। পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।’ 

চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী চমেকে মারা গেছে শুনেছি। লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।’ 

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা