হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় রোহিঙ্গার মৃত্যু  

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে নুরুল বশর (৩০) নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আরও এক রোহিঙ্গা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত নুরুল বশর কুতুপালং ৪ নম্বর  ক্যাম্পের বাসিন্দা এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি মো. শামীম হোসেন বলেন, বুধবার বিকেলে উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/১৫ ব্লকে বেসরকারি সংস্থা ব্র্যাকের ব্যবস্থাপনায় থাকা টয়লেটের ট্যাংক পরিষ্কার করছিলেন কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী। একপর্যায়ে নুরুল বশর নামের এক কর্মী ট্যাংকের ভেতরে পড়ে যান। এ সময় সেখানে কাজ করতে থাকা আরেক পরিচ্ছন্নতা কর্মী তাঁকে উদ্ধার করতে ট্যাংকে নামেন। এতে দুজনই ভেতরে আটকে যান। পরে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় এবং অপরজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।

ওসি বলেন, আহত ব্যক্তিকে স্থানীয়রা প্রথমে আইওএম পরিচালিত হাসপাতালে ভর্তি করেন। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের লাশ হাসপাতাল থেকে স্বজনেরা নিয়ে গেছেন।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল