হোম > সারা দেশ > কক্সবাজার

ফেনীতে যাত্রীবাহী বাস থেকে ৭ রোহিঙ্গা আটক

ফেনী প্রতিনিধি

ফেনীতে আটক সাত রোহিঙ্গা (শিশুকে ছবিতে রাখা হয়নি)। ছবি: সংগৃহীত

ফেনীর মহিপালে এক শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা স্টারলাইন পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

আটক ব্যক্তিরা হলেন রবিউল আলম, সৈয়দ নুর, ওমর ফারুক, রশিদ আহম্মদ, রুহুল আমিন, ইউনুছ ও এক শিশু।

পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী থেকে কয়েকজন শিক্ষার্থী কক্সবাজার ভ্রমণে যান। গতকাল শুক্রবার রাতে তাঁরা সেখান থেকে স্টারলাইন পরিবহনের একটি বাসে ফেরার পথে কয়েকজন যাত্রীর কথাবার্তা ও আচরণ দেখে রোহিঙ্গা বলে সন্দেহ হয়। পরে বাসটি ফেনীর মহিপালে পৌঁছালে শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা মহিপাল এলাকায় এক শিশুসহ সাত রোহিঙ্গাকে আটকে রেখে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তারা কোন রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে তা জানা যাবে। রোহিঙ্গাদের নির্দিষ্ট ক্যাম্প থেকে বাইরে যাওয়ার অনুমতি নেই। তারা সেই এলাকা ত্যাগ করলে আবার নির্ধারিত ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা