হোম > সারা দেশ > কক্সবাজার

মাতামুহুরী নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নদীর বাটাখালী ব্রিজ এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। 

এর আগে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাতামুহুরী নদীতে ডুব দিয়ে জাল ছাড়িয়ে আনতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। 

মরদেহ উদ্ধার হওয়া জেলের নাম আবুল কাশেম (৫২)। তিনি চকরিয়া পৌরসভার হালকাকারা গ্রামের জালিয়াপাড়ার আব্দুল খালেকের ছেলে। 

কাশেমের সঙ্গে মাছ শিকারে যাওয়া জামাল উদ্দিন বলেন, ‘আমরা আরও পাঁচ জেলে মাতামুহুরী নদীতে মাছ ধরতে যাই। বিকেল সাড়ে ৪টার দিকে নদীর বাটাখালী ব্রিজের পাশে জাল দিয়ে মাছ শিকার করছিলাম। এ সময় নদীর তলদেশে একটি জাল আটকে যায়। তখন কাশেম জাল ছাড়িয়ে আনতে নদীর তলদেশে ডুব দেন। এরপর আর ওঠেননি।’ 

 ‘আমরা অনেক খোঁজাখুঁজি করি। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর নদীতে তল্লাশি করেও খোঁজ পায়নি। পরে ডুবুরি দল এসে তাঁর মরদেহ উদ্ধার করে।’ বলেন জামাল উদ্দিন। 

চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘মাতামুহুরী নদীতে ঝাঁকি জাল ফেলে মাছ ধরে জীবিকা চালাতেন কাশেম। নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হয়েছে। 

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা (টিম লিডার) লিটন কান্তি দেব বলেন, ‘ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালায়। সন্ধান না পেয়ে চট্টগ্রাম থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল আসার পর মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে নিখোঁজ কাশেমের মরদেহ উদ্ধার করা হয়।’ 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘মাতামুহুরী নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১