হোম > সারা দেশ > কক্সবাজার

ক্যাম্প থেকে আরসাপ্রধানের ভাই আটক

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ভাই মো. শাহ আলীকে (৫৫) আটক করা হয়েছে। আজ রোববার ভোরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির থেকে অস্ত্র, নগদ অর্থ ও মাদকসহ তাঁকে আটক করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

এছাড়া বিভিন্ন শিবিরে অভিযান চালিয়ে এপিবিএন সদস্যরা আরও আটজনকে আটক করেছেন। 

আজ বেলা ১টার দিকে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হক। 

নাঈমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকায় ড্রোন নিয়ে অভিযান পরিচালনা করে এপিবিএন। এ সময় শাহ আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরসার প্রধান আতাউল্লাহ জুনুনির ভাই বলে স্বীকার করেছেন। 

এপিবিএনের অধিনায়ক আরও জানান, এ সময় সাদিকুল নামের এক অপহৃতকে চোখ বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। সাদিকুলকে মুক্তিপণের জন্য বন্দী করে রাখা হয়েছিল। তাঁকে নির্যাতন করা হয়েছে বলে তিনি পুলিশকে জানিয়েছেন। 

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে এবং একটি মাদ্রাসায় হামলা চালিয়ে ছয় রোহিঙ্গাকে হত্যার ঘটনায় বারবার আরসার সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে। রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তার ও মাদক বাণিজ্য নিয়ন্ত্রণ নিয়ে তৎপর হয়েছে আরসা।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক