হোম > সারা দেশ > কক্সবাজার

ইয়াবা পাচারের দায়ে তিন রোহিঙ্গার ১৫ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

ইয়াবা পাচারের দায়ে তিন রোহিঙ্গাসহ চার আসামিকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আদালত প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে জরিমানাসহ অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার বেলা তিনটায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী এবং  মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা মো. হাফিজুল্লাহ, মো. জামাল ও বদি আলম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৭ আগস্ট ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বঙ্গোপসাগরের দক্ষিণ লম্বরী ঘাট এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে আট লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় র‍্যাবের টেকনাফ ক্যাম্পের সদস্য নাজমুল হুদা বাদী হয়ে থানায় মামলা করেন।

 ২০১৮ সালের ১৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আদালত ২০১৯ সালের ৯ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের আদেশ দেন।

পিপি ফরিদুল আলম বলেন, মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপক্ষ আদালত প্রমাণ করতে সক্ষম হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার