হোম > সারা দেশ > কক্সবাজার

জাতিসংঘের সহকারী মহাসচিবের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক সহকারী মহাসচিব মিসেস উনাইসি লুতু ভুনিওয়াকার এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার উপজেলার কুতুপালং ২ নম্বর ক্যাম্প, ৮ ও ১৮ নম্বর ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে প্রতিনিধিদলটি। 

এর আগে গতকাল সোমবার জাতিসংঘের সহকারী মহাসচিব কক্সবাজারে এসে পৌঁছান। পরে তিনি কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনবিষয়ক কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন তিনি। 

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রতিনিধিদলটি এপিবিএনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারা শরণার্থী শিবিরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি জানা-বোঝার চেষ্টা করেন এবং নিরাপত্তার বিষয়গুলো দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গা শিবির দেখভালের সঙ্গে যুক্ত জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর কর্মকর্তা, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং মানবিক সহায়তার অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। 

জানা গেছে, সম্প্রতি রোহিঙ্গা শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। রোহিঙ্গাদের দেখভালের বিষয়ে গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ বিষয় নিয়ে কয়েকবার আলোচনা হয়েছে। কারণ, এর আগে রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের কোনো প্রতিনিধি বাংলাদেশ সফরে আসেনি।

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা

মিয়ানমারে পাচারকালে ৩৭৫ বস্তা সিমেন্টসহ আটক ৮

কক্সবাজারে হলো এসএমসির বার্ষিক বিক্রয় সম্মেলন

কক্সবাজারে বিউটি সেলুন থেকে তরুণীর মরদেহ উদ্ধার