হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারে আটক ৬ বাংলাদেশি জেলে ৩৭ দিন পর দেশে ফিরেছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

দীর্ঘ ৩৭ দিন পর ৬ জন বাংলাদেশি জেলেকে হস্তান্তর করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। গতকাল বুধবার বিকেল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁদের হস্তান্তর করা হয়।

এর আগে গত ১ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে বোটের ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমারের সীমানায় চলে যাওয়ায় ৬ জন বাংলাদেশি জেলেকে আটক করে বিজিপি। 

ফিরে আসা জেলেরা হলেন, টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পায়ড়ার আবু সোবহানের ছেলে আব্দুর রহমান, জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ, রাজারাছড়ার হোছন আলীর ছেলে মুহাম্মদ তৈয়ব, করাচি পাড়ার মোহাম্মদ ছফরের ছেলে আব্দুর রশিদ ও মিঠাপানির ছড়ার আবু তালেবের ছেলে মোহাম্মদ মামুন। 

এ বিষয়ে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইখতেখার সাংবাদিকদের বলেন, ‘গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশি ৬ জন জেলে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। সেখানে তাঁদের বোটের ইঞ্জিন নষ্ট হয়ে ৬ জন জেলে মিয়ানমার এর সমুদ্র উপকূলে চলে যায়। এ সময় বিজিপি তাদের আটক করে জেলে আটকে রাখে। বিষয়টি বিজিবি অবহিত হওয়ার পর বিজিবি ও বিজিপির সঙ্গে যোগাযোগ হয়। মিয়ানমারের সিতওয়েতে অবস্থিত বাংলাদেশ মিশনের সহায়তায় দীর্ঘ ৩৭ দিনের প্রচেষ্টার পর বুধবার জেলেদের বাংলাদেশে ফেরত নিয়ে আসা সম্ভব হয়। বর্তমানে তাঁরা বিজিবির হেফাজতে আছেন। মিয়ানমার থেকে ফেরত আনা ৬ জনকে সকল প্রকার আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক