কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ জামাল উদ্দিন প্রকাশ লেডু (৩৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। টেকনাফ পৌরসভার কায়ুক খালীপাড়ায় লেডুর বসতবাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এরপর তাঁর শোয়ার ঘরের খাটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
জামাল উদ্দিন ওই এলাকার আমির মোহাম্মদের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কায়ুক খালীপাড়া এলাকায় লেডুর বাড়িতে অভিযান চালায়। পরে বেশ কিছুক্ষণ পর তাঁর শোয়ার ঘরের খাটের নিচ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে। ৯ শ গ্রাম ওজনের এসব ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা।
ওসি বলেন, জামালের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।