রামু (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের রামু থেকে ২০ কেজি গাঁজাসহ আটক করেছে র্যাব-১৫। গতকাল শনিবার র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রী বেশে একজন মহিলা গাঁজাসহ চট্টগ্রাম হতে একটি হানিফ পরিবহন বাসে কক্সবাজারের উদ্দেশে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ দুপুরে কক্সবাজার জেলার রামুর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাসে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ওই নারীকে আটক করে।
আটক নারীর নাম উর্মি আক্তার (২৮)। তিনি কক্সবাজারের নুনিয়া ছড়ার মৃত মোবারকের মেয়ে। র্যাব আরও জানায় উদ্ধারকৃত গাঁজাসহ আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।