হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্ট মার্টিনে সাগরে ভেসে আসা ২ নারী-পুরুষের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের সৈকতে অজ্ঞাতপরিচয় দুই নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে জোয়ারের সঙ্গে লাশ দুটি ভেসে আসে।

পুলিশ জানিয়েছে, আজ বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা এলাকার সৈকত থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। তাঁদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ।

স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে ওসি আরও বলেন, সকালে সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা সৈকতে দুটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল গিয়ে দুজনের লাশ উদ্ধার করে। লাশ দুটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। তবে তাঁদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মোহাম্মদ জোবায়ের বলেন, ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তাঁদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক