হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভাড়া বাসার উঠানে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মানিকনগর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত যুবকের নাম মোহাম্মদ জাহেদ (২৫)। তিনি মহেশখালী উপজেলার পূর্ব পুঁইছড়ি গ্রামের মোহাম্মদ ইউনুছের ছেলে। কয়েক বছর ধরে মানিকনগর গ্রামে ইটভাটার পাশে ভাড়া বাসায় স্ত্রীসহ বসবাস করে আসছিলেন।

এদিকে জাহেদের মা জান্নাত বেগম অভিযোগ করে বলেন, ‘স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে হত্যা করে লাশ কাঁঠালগাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।’

জাহেদের মা আরও বলেন, ‘আমার ছেলে প্রেম করে বিয়ে করে শ্বশুর বাড়ির অদূরে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে। কিছুদিন ধরে স্ত্রী স্থানীয় এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরকীয়া প্রেমে বাধা দিলে আমার ছেলেকে রাতে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বরে জানা যায়, কয়েক বছর আগে সুরাজপুর-মানিকপুর ইউপির মানিকনগর গ্রামের সোনা আলীর মেয়ে শাওরীনের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন জাহেদ। তাঁরা শ্বশুরবাড়ির অদূরে ভাড়া বাসায় বসবাস করতেন। সংসারে এক সন্তানও রয়েছে। বুধবার সকাল ৬টায় ভাড়া বাসার উঠানে গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে লোকজন থানা-পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বলা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক