হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ কনস্টেবল গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবা বড়িসহ পুলিশের এক কনস্টেবল ও এক অটোচালককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল শনিবার রাতে কক্সবাজার সদরের ঝিলংজা এলাকায় এই ঘটনা ঘটে। 

গ্রেপ্তার কনস্টেবল হলেন ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুরলা এলাকার জাহাঙ্গীর আলম (৫০)। তিনি ঢাকা জজ কোর্ট পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত। অটোরিকশার চালক শামসুল আলম (৩২) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার বাসিন্দা। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা। 

সিরাজুল মোস্তফা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করা হয়। এ সময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেন। তাঁর ব্যাগ তল্লাশি করে ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়। ইয়াবা পাচারে সহযোগিতা করার অপরাধে অটোচালক শামসুলকেও আটক করা হয়। 

সিরাজুল মোস্তফা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাহাঙ্গীর আলম ও শামসুল আলমের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলম দীর্ঘদিন কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড