হোম > সারা দেশ > কক্সবাজার

নিষেধাজ্ঞা অমান্য করে সৈকতে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

প্রতিনিধি, কক্সবাজার

পূর্ণ-ভাটা চলাকালীন নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম তৌনিক মকবুল (২২)। আজ বুধবার বেলা দেড়টার দিকে শহরের সীগাল পয়েন্ট এ ঘটনা ঘটেছে। 

নিহত তৌনিক রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে জানান, দুপুরে কক্সবাজার সৈকতের সীগাল পয়েন্টে সাগরে গোসল করতে নামে তৌনিক মকবুলসহ তিন বন্ধু। এ সময় দুজন সাগরে ভেসে যায়। গোসলরত অপর বন্ধুর শোর-চিৎকারে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা উদ্ধারে নেমে পড়ে। 

তিনি জানান, দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌনিক মকবুলকে মৃত ঘোষণা করেন। জীবিত সাদমান সাকিবকে (২৩) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ আরও জানান, ‘ঘটনার সময় সাগরে পূর্ণ-ভাটা চলছিল। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে গোসলে নেমে প্রবল স্রোতে ভেসে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

সৈকত কর্মীরা জানান, গত তিন দিন ধরে সাগরে ৩ নম্বর সংকেত থাকায় উত্তাল রয়েছে সমুদ্রসৈকত। পর্যটকদের নানাভাবে সতর্ক করেও মানা যাচ্ছে না। গত দুই মাসে গোসলে নেমে সৈকতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ