হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৮, অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ শুক্রবার ভোরে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব এবং বিজিবির সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার মৃত কবির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৩৪), ফোরকান আহমেদের ছেলে মো. খোরশেদ আলম (৩৭), মো. শফিউল্লাহর ছেলে মো. হাসান শরীফ লাদেন (২০), মোহাম্মদ আলীর ছেলে মো. শাহিন (২৩), মাহাবুল্লাহর ছেলে মো. মিজান (২০), মৃত কবির আহমেদের ছেলে আব্দুল মালেক (৪৮), মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই (২৪) ও আব্দুল আজিজ (২৫)। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী জানান, অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটার গান, দুটি এলজি পিস্তল, ৪৮টি কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি রামদা, দুটি কিরিচ, একটি চায়নিজ কুড়াল এবং একটি চেইন উদ্ধার করা হয়। 

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে তারা পিএমখালী ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

অপর দিকে আজ ভোরে উখিয়া উপজেলার কুতুপালং ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে অস্ত্রসহ হামিদ হোসেন (২৫) নামের এক রোহিঙ্গা গ্রেপ্তার করা হয়। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্রসহ তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল