হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি

আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ওয়ার্ড জামায়াতের আমিরসহ উভয় পক্ষের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন নাজির হোছেনের ছেলে ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির আব্দুল্লাহ আল মামুন (৪৫)। তিনি একই সঙ্গে কুতুপালং বাজার জামে মসজিদের খতিব। নিহত অন্য দুজন হলেন তাঁর চাচাতো ভাই মোহাম্মদ হোছেনের ছেলে আব্দুল মান্নান (৩৬) ও তাঁর বোন শাহিনা বেগম (৩৮)।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কুতুপালং এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ রোববার সকালে সেই জমিতে এক পক্ষ পাকা দেয়াল নির্মাণ শুরু করে। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষে বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা শিবিরসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১