হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফের পাহাড়ে ছালেহ ডাকাত বাহিনীর মূল হোতাসহ গ্রেপ্তার ৬

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার দুর্গম পাহাড়ে অপহরণ ও ডাকাতির ‘ছালেহ বাহিনী’র মূল হোতা হাফিজুর রহমান প্রকাশ ছলেউদ্দিন ও তাঁর প্রধান সহযোগী সোহেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাহারছড়া পাহাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হাফিজুর রহমান প্রকাশ ছালেহ উদ্দিন প্রকাশ ছলে ডাকাত (৩০) ও তাঁর সহযোগী নুরুল আলম প্রকাশ নূরু (৪০), আক্তার কামাল প্রকাশ সোহেল (৩৭), নুরুল আলম প্রকাশ লালু (২৪), হারুনুর রশিদ (২৩), রিয়াজ উদ্দিন ও এক কিশোর। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। 

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, তিনটি দেশীয় একনলা বড় বন্দুক, দুটি একনলা মাঝারি বন্দুক, ছয়টি একনলা ছোট বন্দুক, ১৭টি তাজা কার্তুজ, চারটি খালি কার্তুজ,দুটি ছুরি ও ছয়টি দেশীয় দা। 

আজ শনিবার দুপুরে র‍্যাব-১৫-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টেকনাফের দুর্গম পাহাড়ে হাফিজুর রহমান ওরফে ছালেহ ডাকাতের নেতৃত্বে এই চক্রটি ডাকাতি, অপহরণ, মুক্তিপণ আদায় ও মাদক কারবারিসহ নানা অপরাধ করে আসছিল। 

গত সাত মাসে টেকনাফের পাহাড়ি এলাকা থেকে প্রায় ৭২ জন অপহরণ হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা রয়েছে ৪০ জন। ৭২ জনের মধ্য ৩৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে। দুই দিনের ব্যবধানে অপহৃত হয়েছে সাত জন। এঁরই মধ্যে দুজন চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২