হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে এবার হোটেল ব্যবস্থাপকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকায় এবার ‘সী কক্স’ নামের হোটেলের ব্যবস্থাপকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ২টার দিকে ওই হোটেলের স্টাফ কোয়ার্টার থেকে খালেদ আশরাফ বাপ্পি (২২) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত বাপ্পী ওই হোটেলে ফ্রন্ট ডেস্ক ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকার আবদুল গফুরের ছেলে। তিনি কক্সবাজার সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং ওই হোটেলে খণ্ডকালীন চাকরি করতেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন। 

মরদেহের সুরতহাল প্রতিবেদন করেছেন সদর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন। তিনি ওই হোটেল কর্মকর্তাদের বরাত দিয়ে বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে হোটেলের ডিউটি শেষ করে বাপ্পি স্টাফ কোয়ার্টারে চলে যান। এর ঘণ্টাখানেক পর বাসায় ঝুলন্ত অবস্থা থেকে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এসআই জানান, বাসা তল্লাশি করে আলামত হিসেবে ফাঁসের একটি গামছা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। 

উল্লেখ্য, এ নিয়ে গত পাঁচ দিনের ব্যবধানে পর্যটন জোনের হোটেল-মোটেলের কলাতলী এলাকার ওয়ার্ল্ড বিচ রিসোর্ট ও আলম গেস্টহাউস হোটেল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁরাও আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক