হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে জাফর আলম (৭০) নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। আজ সোমবার ভোররাত ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নয়াপাড়া রাজারবিলের উচিতারবিল গ্রামে এ ঘটনা ঘটে।

জাফর আলম ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারবিল গ্রামের মৃত মোহাম্মদ কালো চৌকিদারের ছেলে। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাফর আলম ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে রাজারবিল জামে মসজিদে যাওয়ার পথে হঠাৎ একটি বন্য হাতির সামনে পড়েন। হাতিটি জাফরকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ওপরে তুলে মাটিতে আছাড় দেয়। এরপর তাঁর চিৎকারে স্থানীয় লোকজন চলে আসে। পরে হাতিটি চলে গেলে লোকজন জাফরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত বৃদ্ধের পরিবারের বরাত দিয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে হাতির আক্রমণে জাফর আলম মারা গেছেন। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে