হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে অপহৃত ২ ব্যক্তিকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা

কক্সবাজার প্রতিনিধি

২৬ ঘণ্টা পর কক্সবাজারের টেকনাফে অপহৃত পল্লি চিকিৎসকসহ দুজনকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার শিলখালী পাহাড়ি এলাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি। 

অপহৃত ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম থাইংখালী এলাকার জাকের হোসাইনের ছেলে পল্লি চিকিৎসক মো. জহির উদ্দিন (৫১) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নয়াপাড়ার মো. শফির ছেলে মোহাম্মদ রফিক (৩২)। 
 
ওসি মুহাম্মদ ওসমান গনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি পুলিশ জানার পর থেকে অপহৃতদের উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে। পুলিশের একাধিক দল রাত থেকে সকাল পর্যন্ত অভিযান অব্যাহত রাখে। তবে সকাল ১০টার পর থেকে বাহারছড়া ইউনিয়নের পাহাড়ের সম্ভাব্য অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। 

ফলে সোমবার রাত ১১টার দিকে শিলখালী পাহাড়ি এলাকায় অভিযানের মুখে দুর্বৃত্তরা অপহৃত দুজনকে ছেড়ে দেয়। তাঁদের শরীরের নির্যাতন বা আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’ 

এর আগে গত রোববার রাতে পল্লি চিকিৎসকসহ দুজন অটোরিকশা করে বাড়ি যাওয়ার সময় টেকনাফের শামলাপুর-হোয়াইক্যং সড়কের হোয়াইক্যং ঢালা এলাকায় পৌঁছালে যাত্রীবেশী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে। পরে ওই দুজনকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। 

গত এক মাস টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণের ঘটনা বন্ধ ছিল। ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সাল পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১২০ জনকে অপহরণ করা হয়। এর মধ্যে ৬২ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। ভুক্তভোগী পরিবারের তথ্য মতে, অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৩ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা