হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় দুই বোনকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ার দুই চাচাতো বোনকে ঘুমের ওষুধ সেবন করিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েলকে গ্রেপ্তার করেছেন র‍্যাব ১৫। গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জুয়েল (২৬) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদিনের ছেলে। 

আজ বুধবার সকাল ১০টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বিল্লাল উদ্দিন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন দুই চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি জুয়েলকে ধরতে র‍্যাব নজরদারি রাখছিল। প্রযুক্তির ব্যবহার করে দেখা যাচ্ছিল জুয়েল বারবার স্থান পরিবর্তন করছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল র‍্যাব নিশ্চিত হয় বর্তমানে আসামি গাজীপুরে অবস্থান করছে। পরে ২২ মার্চ রাতে অভিযান চালিয়ে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক টিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন। 

এর আগে ২০২১ সালের ২২ জুন রাতে ভিকটিমের পরিবারের সদস্যরা নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই দিন রাতে পাশের বাড়ি থেকে চাচাতো বোনকে ডেকে এনে দুই বোন একসঙ্গে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বাড়িতে প্রবেশ করে দুই বোনকে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ান। এতে তারা অজ্ঞান হয়ে পড়লে জুয়েল দুই বোনকে পালাক্রমে ধর্ষণ করে। 

পরদিন ভুক্তভোগী ঘটনাটি পরিবারকে জানালে তাঁরা বিষয়টি চকরিয়া থানাকে অবহিত করে। পরিবার দুই বোনকে ডাক্তারি পরীক্ষা করান। পরীক্ষায় পুলিশ ধর্ষণের আলামত পায়। ২০২১ সালের ২৪ জুন ভিকটিমের বাবা বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে জুয়েল পলাতক ছিলেন। 

চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘র‍্যাব-১৫ আজ বুধবার সকালে আসামি জুয়েলকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে। চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’ 

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক