হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন অটোরিকশার যাত্রী। বৃহস্পতিবার রাত সোয়া 8টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম আরফা বেগম (১৮)। তিনি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারইয়াপাড়া গ্রামের মোক্তার আহমদের মেয়ে। আহত ব্যক্তিদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

চকরিয়া থানা সূত্রে জানা যায়, বদরখালী স্টেশন থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা চকরিয়ার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বদরখালীর কুতুবনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার যাত্রী আরফা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে আরফা বেগমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন ভূঁইয়া নিহত তরুণীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত তরুণীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন