কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের শিকার চট্টগ্রামের এক যুবককে উদ্ধার করেছে র্যাব-১৫। অপহৃত যুবকের নাম নজরুল ইসলাম (২৪)। তিনি চট্টগ্রামের হালি শহর থানার সন্দেবীপাড়ার মো.সোলাইমান ড্রাইভারের ছেলে।
আজ সোমবার র্যাব-১৫ এর পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস) সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নজরুলের বাবা গত ৮ জুলাই একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, নজরুল গত ২৪ জুন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অপহরণকারীরা তাঁকে আটকে রেখে মুক্তিপণ দাবি করছে। এমনকি মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দিচ্ছে।’
আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গতকাল রোববার সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে, প্রযুক্তির সহায়তায় র্যাব-১৫ এর সদস্যরা কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নজরুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। নজরুলকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত রোহিঙ্গাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।