হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে এনজিও কর্মীর কবজি কাটল ছিনতাইকারীরা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে জামাল আফরান (৩৮) নামের একজনের কবজির রগ কেটে গেছে। এ সময় মিথিলা হক নামের তাঁর সঙ্গে থাকা এক সহকর্মীও আহত হন। 

আজ সোমবার সকালে শহরের বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জামাল আফরান টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরীপাড়ার ওবাইদুর রহমানের ছেলে। 

ভুক্তভোগী মিথিলা হক বলেন, ছিনিয়ে নেওয়া ব্যাগ দুটিতে তাঁদের দুটি মোবাইল ফোনসেট, একটি ল্যাপটপ, একটি পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্র রয়েছে। আহত জামাল আফরানকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে তাঁরা দুজন চট্টগ্রামের উদ্দেশে বাসে উঠতে রিকশায় কক্সবাজার বাস টার্মিনাল যাচ্ছিলেন। পথে বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে পৌঁছালে অটোরিকশায় একদল ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। এ সময় তাঁদের দুটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে বাধা পেয়ে ছিনতাইকারীরা জামাল আফরানকে ছুরিকাঘাত করে। এতে জামালের বাঁ কবজির রগ কেটে যায়। পরে ছিনতাইকারী ব্যাগ দুটি নিয়ে পালিয়ে যায়। 

ওসি আরও বলেন, পুলিশ এ ঘটনা অবহিত হওয়ার পর থেকে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে