হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে অস্ত্র মামলায় মো. শহীদুল্লাহ নামের এক ব্যক্তির ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহমুদুল হাসান।

দণ্ডপ্রাপ্ত আসামি রামুর ঈদগড়ের ছগিরশাহ কাটার মকবুল আহম্মদের ছেলে। এদিকে খালাস প্রাপ্তরা হলেন—একই এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে আব্দুর রহমান ও আব্দুস শুক্কুরের ছেলে নুরুল আলম।

অতিরিক্ত সরকারি কুশলী (এপিপি) জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘আসামি মো. শহীদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। আসামি পলাতক রয়েছেন। গ্রেপ্তারের পর থেকে রায় দুটি একই সঙ্গে কার্যকর হবে।’

উল্লেখ্য, ২০০৬ সালের ১৭ আগস্ট ঈদগড়ের ছগিরশাহ কাটা এলাকা থেকে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রামু থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক মামলা করেন। থানায় মামলা নম্বর-১৭ / ০৬ (এসপিটি-০৪ / ০৭)। মামলাটি দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক