হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে বিজিবি-বিজিপি বিভাগীয় কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে বিভাগীয় কমান্ডার পর্যায়ে দুই দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। আজ বুধবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের একটি রিসোর্টের সম্মেলন কক্ষে এ সম্মেলন শুরু হয়। 

সম্মেলনে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির কক্সবাজার বিভাগীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব। মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিপির ব্রিগেডিয়ার জেনারেল হাটেট লিউইন। বাংলাদেশ প্রতিনিধিদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারও রয়েছেন। 

সম্মেলনে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে অংশগ্রহণের জন্য মিয়ানমার প্রতিনিধিদল আজ সকাল ৯টার দিকে নৌপথে নাফনদী হয়ে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছায়। এ সময় মিয়ানমার প্রতিনিধিদলের সদস্যদের বিজিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। বিজিবির একটি সুসজ্জিত দল মিয়ানমার প্রতিনিধিদলের প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। 

আগামীকাল বৃহস্পতিবার যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। সম্মেলন শেষে বিকেলে মিয়ানমার প্রতিনিধিদল দেশে ফিরে যাবে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। 

উল্লেখ্য, গত বছরের জুনে মিয়ানমারের মংডুতে বিজিবি-বিজিপির বিভাগীয় কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। একই বছরের ৩০ অক্টোবর টেকনাফে অনুষ্ঠিত হয় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে