আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়নের ঢলে নিশ্চিত ভেসে যাবে বিএনপি-জামায়াত। এমনকি পাকিস্তান সরকার পুরো এসে কাজ করলেও শেখ হাসিনার বিজয়কে ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ সরকার যেসব উন্নয়ন করেছে অন্য সরকারগুলো এসব স্বপ্নেও দেখেনি।
আজ শনিবার বেলা ১১টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এমন মন্তব্য করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড সিরাজুল মোস্তফা এবং প্রধান আলোচক ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
এ সময় বক্তারা আরও বলেন, ‘এখন প্রতিবছর পয়লা জানুয়ারিতে যেসব শিক্ষার্থীদের বই দেওয়া হয়, প্রত্যন্ত অঞ্চলের মা বোনদের কমিউনিটি ক্লিনিক দ্বারা যে ওষুধপত্র দেওয়া হয়—এসব কিন্তু আওয়ামী লীগ দেখে দেখে দেওয়া হয় না। এ দেশের মানুষের শিক্ষা, চিকিৎসা, খাদ্য নানা উন্নয়ন করতে বদ্ধপরিকর শেখ হাসিনা সরকার। তাই এসব উন্নয়ন ও সফলতা দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।’
উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল বশরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, মো. শফিক মিয়া, ইউনুচ বাঙালি, জহির হোসেন এমএ, আবুল কালাম, জাবেদ ইকবাল চৌধুরী, সাইফুদ্দিন খালেদ, নুরুল আজিম কনক, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।
এদিকে মাও. আরিফ হোসেনের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, মো. ইউছুপ মনো, ইউছুপ ভুট্টো, নবী হোসেন, মন্জুরুল করিম সোহাগ, মুজিবুর রহমান প্রমুখ।