হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে সাবেক ওসি রনজিতের অবৈধ সম্পদ জব্দের আদেশ

কক্সবাজার প্রতিনিধি

রনজিত কুমার বড়ুয়া। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়ার ৮৪ লাখ টাকার অবৈধ সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ মুন্সি আবদুল মজিদ এই আদেশ দেন।

আদালতে দুদকের আইনজীবী সিরাজ উল্যাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

রনজিত কুমার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধোপছড়ি ইউনিয়নের শীলঘাটা গ্রামের বাসিন্দা। তিনি কক্সবাজার সদর, চকরিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে চট্টগ্রামে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপারের দায়িত্বে আছেন।

আইনজীবী সিরাজ উল্যাহ গণমাধ্যমকে বলেন, ‘দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন অনুসন্ধান করে সাবেক ওসি রনজিত কুমার বড়ুয়ার ৮৪ লাখ ৮ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছেন। এই সম্পদের মধ্যে সাতকানিয়ার শীলঘাটা গ্রামে ২৪ দশমিক ৫০ শতক জমিতে ৫২ লাখ ২০ হাজার টাকার দোতলা বাড়ি এবং চট্টগ্রামের কোতোয়ালি থানার আলমশাহ কাঠঘর এলাকায় ১৪ তলা একটি ভবনের ৮ তলায় ৩১ লাখ ৮৮ হাজার টাকায় কেনা ১ হাজার ৬৭৫ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে।’

এসব সম্পদ অবৈধ উৎস থেকে অর্জন করা হয়েছে জানিয়ে দুদকের আইনজীবী বলেন, ‘আদালত ৮৪ লাখ ৮ হাজার টাকার এসব অবৈধ সম্পদ জব্দে চট্টগ্রাম জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দিয়েছেন।’

দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, ‘দুদকের অনুসন্ধানে রনজিত বড়ুয়ার অবৈধ সম্পদের তথ্য উঠে আসার পর তিনি এসব সম্পদ বিক্রির চেষ্টা করছিলেন। যাতে তিনি এসব সম্পদ বিক্রি করতে না পারেন, তার জন্য আদালতে এসব অবৈধ সম্পদ জব্দের আবেদন করা হয়। এর প্রেক্ষিতে আদালত অবৈধ সম্পদ জব্দের আদেশ দিয়েছেন।’

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১