হোম > সারা দেশ > কক্সবাজার

মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে লবণচাষি নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শফিউল আলম (২৯) নামের এক লবণচাষি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লবণচাষি ওই এলাকার নজির আহমেদের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কাউছার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে কালারমারছড়া এলাকায় কোস্ট গার্ডের সদস্যরা অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযানে যান। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী জিয়া বাহিনীর সদস্যরা চিকনিপাড়ার প্যারাবনের দিকে পালাচ্ছিলেন। লবণের মাঠ দিয়ে পালানোর সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শফিউল গুলিবিদ্ধ হন। তাঁকে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বড় ভাই মনিরুল আলম বলেন, ‘আমার ভাই শফিউল লবণ মাঠে কাজ করার সময় কোস্ট গার্ড সদস্যরা কয়েকজন সন্ত্রাসীকে ধাওয়া করে। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মৃত্যু হয়।’ তাঁর নিরপরাধ ভাইয়ের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান মনিরুল।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে জিয়া বাহিনীর সন্ত্রাসীরা পালানোর পথে গুলি ছোড়ে। এতে শফিউল আলম নিহত হন। ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা