হোম > সারা দেশ > কক্সবাজার

নিখোঁজের ৩ দিন পর টমটম চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারে নিখোঁজের তিন দিন পর আবু সৈয়দ (১৮) নামে এক টমটম চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

মৃত আবু সৈয়দ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া শিয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি ভাড়ায় চালিত টমটমের চালক ছিলেন। 

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভাড়া নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ আবু সৈয়দ। নিখোঁজের বিষয়ে তাঁর পরিবার রামু থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে। পরে আজ সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রামুর চেইন্দা চরপাড়ার নবনির্মিত রেল লাইনের পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর স্থানীয়দের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয় পুলিশ। 

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলাও প্রক্রিয়াধীন রয়েছে। 

ওসি আরও বলেন, অটোরিকশা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টাও চলছে। 

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড