হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারে পাচারকালে ২৯১ বস্তা সার ও কোমল পানীয় জব্দ, আটক ৬

কক্সবাজার প্রতিনিধি

সমুদ্রপথে মিয়ানমারের রাখাইনে পাচারকালে জব্দ ইউরিয়া সার ও কোমল পানীয়সহ আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

সমুদ্রপথে মিয়ানমারের রাখাইনে পাচারকালে ২৯১ বস্তা ইউরিয়া সার ও বিপুল পরিমাণ কোমল পানীয় জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় অবৈধভাবে পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ ও ছয়জনকে আটক করা হয়। আজ শনিবার কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি দল শহরের নাজিরারটেকসংলগ্ন সমুদ্র উপকূলে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কাঠের ট্রলারকে থামানোর সংকেত দেন কোস্ট গার্ডের সদস্যরা। সংকেত না মেনে ট্রলারটি গভীর সাগরে পালানোর চেষ্টা করে। পরে এক ঘণ্টা ধরে ধাওয়া করে ট্রলারটির গতি রোধ করানো হয়। এ সময় সেটিতে তল্লাশি করে ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২ বোতল কোমল পানীয়সহ ট্রলারটি জব্দ করা হয়। এসব পণ্য মিয়ানমারে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

হারুন অর রশীদ জানান, এ ঘটনায় জড়িত ছয় ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। তাঁরা কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। জব্দ মালামাল কক্সবাজার কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা