হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় আবারও খেত থেকে মৃত বন্য হাতি উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় আবারও একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বিটের দক্ষিণ ঘুনিয়ার আবুলের ঘোনা এলাকার তামাকখেত থেকে মৃত হাতিটি উদ্ধার করে বন বিভাগ।

বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি, মৃত অবস্থায় একটি বন্য হাতি পড়ে আছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এশিয়ান প্রজাতির হাতিটি পুরুষ। বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর।

মৃত হাতির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে তিনি আরও বলেন, হাতিটির কীভাবে মৃত্যু হয়েছে, রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্ত করতে ভেটেরিনারি সার্জন আসছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে চকরিয়া প্রাণিসম্পদ হাসপাতাল ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন মোন্তাকিম বিল্লাহ বলেন, ‘মৃত হাতিটির ময়নাতদন্ত চলছে। মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে শরীরের ভেতরের নানা অঙ্গপ্রত্যঙ্গের নমুনা সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

এই ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে চলতি বছরের ৭ জানুয়ারি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর সীমান্তবর্তী লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারীর বিচাইন্নারছড়া এলাকায় হাতির আক্রমণে ফরিদুল আলম পুতু মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়। তাঁর তামাকখেতে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে একটি মা হাতির মৃত্যু হয়।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড