হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি

রমজান মাসকে সামনে রেখে পর্যটক কমে যাওয়ার আশঙ্কায় কক্সবাজারের সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আগামীকাল সোমবার থেকে উখিয়ার ইনানীস্থ নৌবাহিনীর জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটকবাহী জাহাজ দুটি চলাচল করবে না। বার আউলিয়ার পরিচালক মাহাবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে গত ১০ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে সংঘাতের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নিরাপত্তা বিবেচনায় পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে জেলা প্রশাসন। এরপর কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীর নৌবাহিনী জেটি থেকে এমভি বার আউলিয়া ও কর্ণফুলী নামের দুটি জাহাজ চলাচল করে আসছিল।

বার আউলিয়ার পরিচালক মাহাবুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটক চাহিদার কারণে এক মাস ইনানী-সেন্ট মার্টিন রুটে দুটি জাহাজ চলাচল করেছিল। রমজানে পর্যটকের সংখ্যা কমে যাবে। এ কারণে সোমবার থেকে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সবশেষ জাহাজ দুটি সেন্টমার্টিনে গেছে। আগের দিন এবং এর আগে দ্বীপে থেকে যাওয়া পর্যটকদের নিয়ে জাহাজ দুটি ইনানী নৌবাহিনীর জেটিঘাটে ফিরে এসেছে।’ 

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, জাহাজ মালিক কর্তৃপক্ষ হয়ত ব্যবসায়িক কারণে লোকসান এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছেন।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১