হোম > সারা দেশ > কক্সবাজার

৫ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত কৃষক 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অপহৃত কৃষক মোহাম্মদ নূর ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে পরিবার। গতকাল রোববার রাতে মুক্তিপণ পাওয়ার পর উপজেলার বাহারছড়ায় তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা। 

এর আগে গত শনিবার সন্ধ্যায় মোহাম্মদ নূরসহ অপহৃত পাঁচ কৃষকের মধ্যে চার কৃষক অভিযানের মুখে মুক্তি পায় বলে জানিয়েছিল পুলিশ। তবে অপহৃত এক পরিবারের সদস্য জানিয়েছিলেন, চার কৃষক ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। 

কিন্তু মোহাম্মদ নূর নামের একজনকে জিম্মি করে রাখে অপহরণকারীরা। পরে তাঁকে ৫ লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দেয় বলে জানায় তাঁর পরিবার। মোহাম্মদ নুর উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নূর। 

গত বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলার পানখালীর পাহাড়ি এলাকায় খেতের পাহারা দেওয়ার সময় তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপহরণকারীরা। 

তাঁরা হলেন, হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার ফকির মোহাম্মদের ছেলে রফিক (২২), শাহজানের ছেলে জিহান (১৩), ছৈয়দ উল্লাহর ছেলে শাওন (১৫) ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান (১৫)। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বলেন, জিম্মি থাকা কৃষক মোহাম্মদ নূর মুক্তির খবর পেয়েছি। এ নিয়ে অপহৃত পাঁচ কৃষক মুক্তি পেয়েছে।

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত