হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে যৌথ বাহিনীর হাতে ওয়ার্ড কাউন্সিলর আটক

কক্সবাজার প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাব উদ্দিন সিকদারকে আটক করেছে যৌথ বাহিনী। 

গতকাল রোববার রাতে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। শাহাব উদ্দিন সিকদার (৩৩) শহরের আলীর জাহাল এলাকার হোসেন মাস্টারের ছেলে।

যৌথ বাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক শাহাব উদ্দিন সিকদারের বিরুদ্ধে হত‍্যাচেষ্টা, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক, ভূমিদখল, অর্থ আত্মসাতের মামলাসহ শতাধিক অভিযোগ রয়েছে। 

এসব অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে দক্ষিণ রুমালিয়ারছড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাঁর পৃথক দুটি বাড়িতে তল্লাশি চালানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আটক শাহাব উদ্দিন তাঁর বড় ভাই বিএনপি নেতা ইমরান সিকদারের ছত্রচ্ছায়ায় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, কাউন্সিলর শাহাব উদ্দিন সিকদারকে যৌথ বাহিনী থানায় হস্তান্তর করেছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা