হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সদরের মৌলভী পাড়ায় তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে রবিউল হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভী পাড়া করিমের ছেলে।

টেকনাফ সদর ইউনিয়নের নারী ইউপি সদস্য খালেদা বেগম বলেন, টেকনাফ সদরের মৌলভী পাড়া এলাকায় চিংড়ির টাকার লেনদেন নিয়ে রবিউল হাসান নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনার বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

নিহত রবিউলের ভাই আবদুল্লাহ বলেন, ‘চিংড়ি ঘেরের টাকার লেনদেনের ঘটনায় টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার একটি মার্কেটের সামনে গতকাল শনিবার সন্ধ্যায় রবিউলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সাইফুল নামে একজন। আহতাবস্থায় স্থানীয় লোকজন রবিউলকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে আমার ভাই রবিউল মারা যায়।’

এ ঘটনায় আজ রোববার সাইফুলসহ পাঁচজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আব্দুল্লাহ।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক