হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে তরুণের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত মোহাম্মদ সায়মন (২০) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে। 

সমুদ্রসৈকতে পর্যটকদের সেবায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচ কর্মীদের সহকারী সুপারভাইজার মো. বেলাল হোসেন এ তথ্য জানিয়েছেন। 

বেলাল হোসেন বলেন, বিকেলে সমুদ্রসৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট এলাকায় সায়মনসহ চারবন্ধু গোসলে নামেন। তারা টায়ার টিউব নিয়ে গোসলে নেমেছিলেন। এ সময় উত্তাল সাগরের ঢেউয়ের স্রোতে সায়মন টিউব থেকে ছিটকে পড়ে ভেসে যায়। 

এতে সাগরমুখী স্রোতের টানে সায়মন ভেসে যেতে থাকেন। এ সময় বন্ধুদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিয়েও সায়মনের সন্ধান পায়নি। 

বেলাল হোসেন আরও বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সায়মনের নিথর দেহ ভেসে আসে। লাইফগার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, সাগরে গোসলে নেমে মৃত্যু হওয়া তরুণের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত চার মাসে সমুদ্রসৈকতে গোসলে নেমে স্থানীয় ও পর্যটকসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে দুজন, গত সেপ্টেম্বর মাসে তিনজন, আগস্টে দুজন, জুন ও জুলাই মাসে একজন করে সাগরে নেমে মৃত্যু হলো।

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের