হোম > সারা দেশ > কক্সবাজার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ সৈকতের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ট্রলারডুবিতে নিখোঁজ নুর মোহাম্মদ সৈকতের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ জিরো পয়েন্টে মরদেহটি ভেসে আসে। 

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহত নুর মোহাম্মদ সৈকত সেন্ট মার্টিনের বাসিন্দা ছলিম উল্লার ছেলে।

সেন্ট মার্টিন বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, আজ বেলা সাড়ে ৩টার দিকে শাহপরীর দ্বীপ জিরো পয়েন্টের ভাঙার মুখে নুর মোহাম্মদের মরদেহ ভেসে আসে। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে সকালে ট্রলারডুবির পর নিখোঁজ সৈকতকে স্পিডবোট নিয়ে সাগরে খুঁজতে গিয়ে নিখোঁজ হওয়া মো. ইসমাঈল (২৮) ও মোহাম্মদ ফাহাদের (৩০) মরদেহ উদ্ধার করা হয়।  

গত বুধবার বেলা আড়াইটার দিকে টেকনাফ থেকে নিত্যপণ্য ও যাত্রী নিয়ে এফবি সাদ্দাম নামের একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।  ট্রলারটিতে ৬ জন মাঝিমাল্লাসহ ১২ জন যাত্রী ছিলেন।

ঘটনার পরপরই সেন্ট মার্টিন ঘাট থেকে কয়েকটি ফিশিং ট্রলার, কয়েকটি স্পিড বোট সাগরে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধারকারীরা ট্রলারের ১১ যাত্রীকে উদ্ধার করতে পারলেও  নুর মোহাম্মদ সৈকত নামে এক তরুণ নিখোঁজ হয়। এই তরুণকে উদ্ধার করতে গিয়ে মো. ফাহাদ ও মো. ইসমাইল স্পিডবোট নিয়ে সাগরে ডুবে যায়।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে