হোম > সারা দেশ > কক্সবাজার

চট্টগ্রাম থেকে অপহৃত ব্যবসায়ী কক্সবাজারে উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

ব্যবসায়ী ছৈয়দুল আলম তালুকদার। ছবি: সংগৃহীত

অপহরণের পাঁচ দিন পর কক্সবাজারের চকরিয়া থেকে মো. ছৈয়দুল আলম তালুকদার (৬৫) নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাকারা ইউনিয়নের পাইথন পাহাড় থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।

এর আগে গত শনিবার চট্টগ্রামের বহদ্দারহাট থেকে তাঁকে অপহরণ করা হয়। ছৈয়দুল আলমের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মহতীপাড়া গ্রামে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

জানা গেছে, শনিবার দুপুরে ছৈয়দুল আলমকে ফোন করে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরদিন দুপুরে তাঁর স্ত্রীকে ফোন করে ২০ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। গত রোববার রাতে এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় মামলা করা হয়।

ওসি সোলাইমান বলেন, ‘ঘটনাটি শুনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়ে তারপর মামলা নিয়েছি। পরে চকরিয়ার পাহাড়ে ছয় ঘণ্টার অভিযান শেষে অপহৃতকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যান। ছৈয়দুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড