হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়া রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও সন্ত্রাসীদের গুলি বর্ষণের খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরের এ-১১ ব্লকে এ ঘটনা ঘটে। 

তবে কে বা কারা কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

নিহত রোহিঙ্গা যুবক কবির আহমদ (৩৫) উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-ব্লকের আবুল হোসেনের ছেলে। আহত মোহাম্মদ রফিক (৩০) উখিয়ার লম্বাশিয়া ২-ইস্ট সি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে।

এর আগে গত ২১ মার্চ (মঙ্গলবার) উখিয়া বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে ১৩ নম্বর ক্যাম্প এলাকায় ঢুকে ১৫-১৬ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে এক রোহিঙ্গা যুবক মারা যান। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ। 

স্থানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে এডিআইজি ছৈয়দ হারুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী কবির আহমদকে হাত পিছ মোড়া বেঁধে কয়েকটি গুলি ছুড়ে। এ সময় কবির আহমদের সঙ্গে থাকা বন্ধু মোহাম্মদ রফিকও গুলিবিদ্ধ হন। 

গোলাগুলির খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই রোহিঙ্গাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কবির আহমদকে মৃত ঘোষণা করেন।’ 

এপিবিএনের অধিনায়ক আরও বলেন, ‘রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার