হোম > সারা দেশ > কক্সবাজার

৫ দিন পর ফিরে এসে ‘নিখোঁজ’ বিসিএস ক্যাডার বললেন, সাগরে ভেসে গিয়েছিলাম

কক্সবাজার প্রতিনিধি

প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে নিখোঁজ সেই বিসিএস ক্যাডার নারী পর্যটক মাহমুদা আক্তার হ্যাপীকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে তাঁকে জীবিত উদ্ধার করে টেকনাফ থানা-পুলিশ। মাহমুদা আক্তার হ্যাপী ৪১তম বিসিএস ক্যাডার। তাঁকে বন বিভাগে পদায়ন করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি তাঁকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে ওই পর্যটককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে তাঁকে উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদে হ্যাপী পুলিশকে জানান, সেন্ট মার্টিন সৈকতে গোসল করতে নেমে তিনি ভেসে যান। পরে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় ট্রলারের মাঝিমাল্লারা তাঁকে উদ্ধার করেন। সেখান থেকে কক্সবাজার শহরে ফেরেন তিনি। তাঁকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি দল সেন্ট মার্টিনে বেড়াতে যায়। সেই দলে হ্যাপীও ছিলেন। তাঁরা সেন্ট মার্টিনের কয়েকটি রিসোর্টে ওঠেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, ৪ ফেব্রুয়ারি সকালে হ্যাপী বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বের হন। বিকেল পর্যন্তও তিনি ফিরে না আসায় তাঁর সহকর্মীরা মোবাইল ফোনে যোগাযোগ করলে, বন্ধুর সঙ্গে আছেন বলে জানান। কিন্তু এক ঘণ্টা পর তাঁর মোবাইলে আর সংযোগ পাওয়া যায়নি।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা