হোম > সারা দেশ > কক্সবাজার

পাহাড় কাটতে গিয়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু, বন বিভাগের মামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা এলাকার বনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে বন বিভাগ। 

নিহত রোহিঙ্গা শ্রমিক হলেন—মোহাম্মদ আলম (২৮)। তিনি উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরের বালুখালী ১৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে। 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সারওয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি শ্রমিক নিয়োগ করে বন বিভাগের পাহাড় কেটে ভিটে জমি তৈরি করছিল। এ সময় পাহাড়ের মাটি চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বন বিভাগের তরফ থেকে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।’ 

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন স্থানীয়দের বরাতে বলেন, ‘গতকাল শুক্রবার বিকেলে মরিচ্যা এলাকায় বনের পাহাড়ের মাটি কাটার সময় মাটির নিচে চাপা পড়ে মোহাম্মদ আলম নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে দেলোয়ার হোসেনকে আসামি করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’ 

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের কাশেম মার্কেট এলাকাতেও পাহাড় কাটার সময় এক শ্রমিক নিহত হন।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল