হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় পাহাড় কাটার দায়ে ৩ শ্রমিকের কারাদণ্ড

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড়ের মাটি কাটার দায়ে তিন শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি পিকআপ ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নে এ অভিযান চালানো হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

কারাদণ্ডপ্রাপ্ত তিন শ্রমিক হলেন—চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা শাহজাহান মনছুরের ছেলে মো. শেফায়েত, মো. জালালের ছেলে মো. ইয়াছিন ও আজগর আলীর ছেলে মো. মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন বাবরের মালিকানাধীন পাহাড়ের মাটি কেটে বিক্রি করার চুক্তি করেন ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটন। মঙ্গলবার রাতে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা শুরু করেন। চকরিয়ার ইউএনও ও থানার ওসির নেতৃত্বে পুলিশ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় পাহাড়ের মাটি কাটার সঙ্গে জড়িত তিন শ্রমিককে আটক করা হয়।

হারবাং ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটন বলেন, ‘আমি পাহাড় কাটার সঙ্গে জড়িত নই। কারা পাহাড় কর্তন করে বিক্রি করছেন, তাও জানি না।’

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় কাটার খবর পেয়ে রাতে অভিযান চালানো হয়। পাহাড় কাটার সঙ্গে জড়িত তিনজনকে শ্রমিককে আটক করা হয়। পরে তাঁদের ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মাটির কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটর ও দুটি পিকআপ জব্দ করা হয়। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর আইনি ব্যবস্থা নেবে।’

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে