হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে দেয়ালচাপায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বাড়ির মাটির দেয়াল ধসে চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজার মরিচ্যাঘোনার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে সাইদুল মোস্তফা (২০) এবং দুই মেয়ে নিলুফা বেগম (১৮) ও সাদিয়া বেগম (১১)। 

স্থানীয়দের বরাতে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। 

রাশেদ মোহাম্মদ আলী বলেন, বাড়িটি মাটির দেয়াল দিয়ে তৈরি করা ছিল। গতকাল থেকে বৃষ্টি হওয়ায় ঘরের ওপরে ও চারপাশে ত্রিপল (তেরফাল) দিয়ে ঘুমান সবাই। এরপর রাত ৩টার দিকে অব্যাহত বর্ষণ শুরু হলে বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে মাটির দেয়ালচাপায় ঘটনাস্থলেই চারজন মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, পাহাড়ের খাদে বাস করা বাড়িতে একখণ্ড মাটি ধসে পড়ে। এতে বাড়ির মাটির দেয়াল ধসে একই পরিবারে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের তরফ থেকে সহযোগিতা দেওয়া হবে।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে