হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে দেয়ালচাপায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বাড়ির মাটির দেয়াল ধসে চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজার মরিচ্যাঘোনার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে সাইদুল মোস্তফা (২০) এবং দুই মেয়ে নিলুফা বেগম (১৮) ও সাদিয়া বেগম (১১)। 

স্থানীয়দের বরাতে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। 

রাশেদ মোহাম্মদ আলী বলেন, বাড়িটি মাটির দেয়াল দিয়ে তৈরি করা ছিল। গতকাল থেকে বৃষ্টি হওয়ায় ঘরের ওপরে ও চারপাশে ত্রিপল (তেরফাল) দিয়ে ঘুমান সবাই। এরপর রাত ৩টার দিকে অব্যাহত বর্ষণ শুরু হলে বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে মাটির দেয়ালচাপায় ঘটনাস্থলেই চারজন মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, পাহাড়ের খাদে বাস করা বাড়িতে একখণ্ড মাটি ধসে পড়ে। এতে বাড়ির মাটির দেয়াল ধসে একই পরিবারে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের তরফ থেকে সহযোগিতা দেওয়া হবে।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা