হোম > সারা দেশ > কক্সবাজার

গভীর সাগরে বিকল ট্রলারসহ ১৮ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

কক্সবাজার প্রতিনিধি

মহেশখালীতে সাগরে বিকল ট্রলারসহ ১৮ জেলেকে উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ভেসে থাকা এফবি ‘হাবিবা’ নামের একটি মাছ ধরার ট্রলার ও ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এক সপ্তাহ আগে ভোলার মনপুরা এলাকা থেকে মাছ শিকার করতে ট্রলারটি সাগরে নেমেছিল।

আজ বুধবার বিকেলে নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাতে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ ফরিদ’ সাগরে নিয়মিত টহল দেওয়ার সময় মহেশখালীর উপকূল থেকে ২৫ মাইল পশ্চিমে একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় খুঁজে পায়। ওই সময় ট্রলারের জেলেরা নৌবাহিনীর জাহাজটিকে দেখতে পেয়ে বিপদসংকেত প্রদর্শন করে। নৌবাহিনীর সদস্যরা ট্রলারটিকে সন্দেহজনক মনে করে ভাসমান ট্রলারের কাছে যায়।

ট্রলারটির কাছে পৌঁছানোর পর জেলেদের কাছ থেকে নৌবাহিনীর সদস্যরা জানতে পারেন, তাঁদের ট্রলার ইঞ্জিন বিকল হয়ে পড়ায় চার দিন ধরে গভীর সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। তাঁদের কাছে খাবার ও বিশুদ্ধ পানিও শেষ হয়ে শেষ হয়ে গেছে। নৌ সদস্যরা জরুরি ভিত্তিতে তাঁদের খাবার ও বিশুদ্ধ পানি দেন।

পরে জেলেসহ ট্রলারটিকে আজ দুপুরে নিরাপদে কুতুবদিয়া দ্বীপ এলাকায় নিয়ে আসা হয়। ট্রলারে থাকা ১৮ জন জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় নৌবাহিনী।

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২