হোম > সারা দেশ > কক্সবাজার

গভীর সাগরে বিকল ট্রলারসহ ১৮ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

কক্সবাজার প্রতিনিধি

মহেশখালীতে সাগরে বিকল ট্রলারসহ ১৮ জেলেকে উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ভেসে থাকা এফবি ‘হাবিবা’ নামের একটি মাছ ধরার ট্রলার ও ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এক সপ্তাহ আগে ভোলার মনপুরা এলাকা থেকে মাছ শিকার করতে ট্রলারটি সাগরে নেমেছিল।

আজ বুধবার বিকেলে নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাতে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ ফরিদ’ সাগরে নিয়মিত টহল দেওয়ার সময় মহেশখালীর উপকূল থেকে ২৫ মাইল পশ্চিমে একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় খুঁজে পায়। ওই সময় ট্রলারের জেলেরা নৌবাহিনীর জাহাজটিকে দেখতে পেয়ে বিপদসংকেত প্রদর্শন করে। নৌবাহিনীর সদস্যরা ট্রলারটিকে সন্দেহজনক মনে করে ভাসমান ট্রলারের কাছে যায়।

ট্রলারটির কাছে পৌঁছানোর পর জেলেদের কাছ থেকে নৌবাহিনীর সদস্যরা জানতে পারেন, তাঁদের ট্রলার ইঞ্জিন বিকল হয়ে পড়ায় চার দিন ধরে গভীর সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। তাঁদের কাছে খাবার ও বিশুদ্ধ পানিও শেষ হয়ে শেষ হয়ে গেছে। নৌ সদস্যরা জরুরি ভিত্তিতে তাঁদের খাবার ও বিশুদ্ধ পানি দেন।

পরে জেলেসহ ট্রলারটিকে আজ দুপুরে নিরাপদে কুতুবদিয়া দ্বীপ এলাকায় নিয়ে আসা হয়। ট্রলারে থাকা ১৮ জন জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় নৌবাহিনী।

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি