হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের পৌরসভাস্থ জেলা পরিষদের যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে সাত হাজার ৬০০ পিচ ইয়াবাসহ আশরাফ আলী (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ওই এলাকা থেকে ইয়াবাসহ তাঁকে আটক করা হয়। আটক আশরাফ আলী উখিয়া ১১ নম্বর শিবিরের বল্ক-সি/ ১৫ বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আহমেদ হোসেন। 

কক্সবাজার র‍্যাব ১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (ল'এন্ড মিডিয়া) অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন। 

আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পৌরসভাস্থ জেলা পরিষদের যাত্রী ছাউনির সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্য মাদক কারবারি অবস্থান করছে। এমন তথ্যে র‍্যাবের একটি চৌকস অভিযানকারী দল উক্ত এলাকায় অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটকের সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে সাত হাজার ৬০০ পিচ ইয়াবা পাওয়া যায়। 

আবু সালাম চৌধুরী আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটক জানায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।      

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক